IQNA

বিগত এক বছরে;

আমিরাতের “মাকতুম” কুরআনিক সেন্টারে ২৬০০ জন শিক্ষার্থী আকৃষ্ট

21:19 - February 02, 2019
সংবাদ: 2607855
আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের “মাকতুম” কুরআনিক সেন্টারের কর্তৃপক্ষ জানিয়েছেন, ২০১৮ সালে মাকতুম কুরআনিক সেন্টারে ২৬০০ অধিক শিক্ষার্থী ভর্তি হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স বিভাগের এবং দাতব্য সেন্টারের আওতাধীন মাকতুম কুরআনিক সেন্টার ঘোষণা করেছে, ২০১৮ সালে মাকতুম কুরআনিক সেন্টারে বিভিন্ন বয়সের ২৬০০ অধিক ছাত্র-ছাত্রী ভর্তি হয়েছে।

“মাকতুম” কুরআনিক সেন্টারের প্রধান হামদ মুহাম্মাদ আল খাজরাজী বলেন: বর্তমানে এই কেন্দ্রে ৯৭২ জন ছাত্র রয়েছে। এসকল ছাত্রদের মধ্যে আমিরাত সহকারে বিদেশী শিক্ষার্থীরাও রয়েছে।

তিনি আরও বলেন: এই সেন্টারে ১৬০০ জনের অধিক ছাত্রী রয়েছে। এসকল ছাত্র-ছাত্রীদের জন্য ৬৮ জন শিক্ষক এবং ‌‌১১৮ জন শিক্ষিকা রয়েছে।

হামদ মুহাম্মাদ আল খাজরাজী বলেন: এসকল শিক্ষার্থীদের মধ্যে ৮ জন ছাত্র এবং ২৪ জন ছাত্রী সম্পূর্ণ কুরআন হেফজ করতে সক্ষম হয়েছেন। iqna

 

 

captcha