IQNA

কুরআন শপথের মাধ্যমে কাজ শুরু করলেন ফিলিপাইনে সংসদ সদস্যরা

19:21 - April 04, 2019
সংবাদ: 2608264
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় স্বায়ত্তশাসিত বাঙ্গসামুরো প্রদেশের সংসদ সদস্যগণ পবিত্র কুরআনের শপথ গ্রহণের মধ্যে কাজ শুরু করেছেন।

বার্তা সংস্থা ইকনা: ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মুসলিম অধ্যুষিত স্বায়ত্তশাসিত বাঙ্গসামুরু প্রদেশের সংসদ সদস্যগণ পবিত্র কুরআনের শপথ গ্রহণের মধ্যে নিজেদের কাজ শুরু করেছেন। ফেব্রুয়ারি মাসে গণভোটের মাধ্যমে উক্ত এলাকাটি স্বায়ত্তশাসিত হিসেবে ঘোষণা করা হয়েছে। ৩০শে মার্চ পবিত্র কুরআনের শপথ গ্রহণের মধ্যে নিজেদের কাজ শুরু করেছেন।

এই এলাকার এমপিগণ এক বৈঠকের মাধ্যমে নিজেদের চেয়ারম্যান হিসেবে “আলী বাঙ্গালিয়ান বালিন্ডুং-কে নির্বাচন করেছেন।

ইসলামিক লিবারেশন ফ্রন্ট "মোরো"-এর প্রধান আল-হাজি মুরাদ ইব্রাহিম ২২ ফেব্রুয়ারি অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন।

ফিলিপাইনের দক্ষিণে মুসলমানরা গত মাসে গণভোটে একটি নতুন স্বায়ত্তশাসিত অঞ্চলের পক্ষে ভোট দিয়েছে, দ্বন্দ্ব ও অস্থিরতার অর্ধ শতাব্দীর জন্য আশা করছে।

প্রায় অর্ধ শতাব্দী দ্বন্দ্ব ও বিভেদের অবসান ঘটানোর পর ফিলিপাইনের দক্ষিণে মুসলমানরা একটি স্বায়ত্তশাসিত অঞ্চল গঠন করতে সক্ষম হয়েছে। গণভোটের মাধ্যমে মিন্দানাও’র বঙ্গসামুরো অঞ্চলকে স্বায়ত্তশাসিত হিসেবে নির্বাচিত করা হয়েছে।

১৭ লাখের মধ্যে ১৫৪০০১৭ ভোট অর্জনের মাধ্যমে বঙ্গসামুরো অঞ্চলকে স্বায়ত্তশাসিত হিসেবে নির্বাচন করা হয়েছে। iqna

 

 

captcha