IQNA

জামিয়ার ছাত্রের ওপর প্রকাশ্যে গুলি, পুলিশের নীরবতা নিয়ে ওয়াইসির প্রশ্ন

19:37 - January 31, 2020
সংবাদ: 2610142
আন্তর্জাতিক ডেস্ক: দিল্লির জামিয়া মিল্লিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর প্রকাশ্যে গুলির ঘটনায় পুলিশের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের নেতা আসাদউদ্দিন ওয়াইসি।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: এক টুইটবার্তায় তিনি প্রশ্ন করে তিনি বলেন, গত মাসে জামিয়ায় গিয়ে তো বেশ সাহস দেখিয়েছিলেন, আজ কী হল? নীরব দর্শক হওয়ার জন্য যদি কোনও পুরস্কার থাকত, তাহলে প্রতিবার আপনারাই তা জিততেন।

ওয়াইসি বলেন, গুলিবিদ্ধ অবস্থায় ওই শিক্ষার্থীকে ব্যারিকেড টপকাতে হল কেন, এর কোনও জবাব কি আপনাদের কাছে আছে? কর্তব্য পালন করতে গিয়ে কি মনুষ্যত্ব হারিয়েছেন আপনারা? গডসের হাতে গান্ধী নিহত হওয়ার দিনেই এই ঘটনা ঘটল। এই ধরনের কাপুরুষোচিত হামলা চালিয়ে আমাদের ভয় দেখানো যাবে না। আন্দোলন চলবে।
সূত্র: fateh24

captcha