IQNA

মসজিদে নববীতে মুসল্লিহীন তারাবির নামাজ

21:20 - April 19, 2020
সংবাদ: 2610624
তেহরান (ইকনা)- পবিত্র রমজান মাসে মসজিদে নববীতে মুসল্লিদের অংশগ্রহণ ছাড়াই তারাবির নামাজ অনুষ্ঠিত হবে।

হারামাইন শরিফাইনের জনসংযোগ কর্মকর্তা “জাময়ান আসিরি” বলেছেন: মসজিদে মুসল্লিদের উপস্থিতির উপর নিষেধাজ্ঞা অব্যাহত রয়েছে এবং এর ধারাবাহিকতায় মুসল্লি বিহীন অনুষ্ঠিত হবে।

এছাড়াও তিনি আরও বলেন মসজিদে নববীতে মুসল্লিদের ফিরে আসা এবং তাদের সুরক্ষার কথা বিবেচনা করে অত্যাধুনিক সরঞ্জাম ব্যবহার করে এই পবিত্র স্থান জীবাণুমুক্ত ও পরিষ্কার করা হচ্ছে।

এদিকে এ প্রসঙ্গে সৌদি মুফতি শাইখ আবদুল আজিজ আলে শাইখ তারাবির নামাজ সম্পর্কে একটি প্রশ্নের উত্তরে স্পষ্টভাবে বলেন: করোন ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবছর তারাবির নামাজ মসজিদে অনুষ্ঠিত হবে না। সকলে নিজেদের বাড়িতে এই নামাজ আদায় করবেন।

এছাড়াও তিনি বলেন: যদি বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকে, তাহলে মসজিদ ও মুসাল্লায় ঈদুল ফিতরের নামাজ পড়া সম্ভব না। এক্ষেত্রে সকলে নিজেদের বাড়িতে খুতবা ছাড়াই ঈদের নামাজ আদায় করতে পারবেন। iqna

 

captcha