IQNA

ইয়েমেন: সানা বিমানবন্দর বন্ধ হওয়ায় দৈনিক ২৫ জন রোগীর মৃত্যু

21:01 - October 16, 2020
সংবাদ: 2611647
তেহরান (ইকনা): সানা আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক বলেছেন: সৌদি জোটের অবরোধের কারণে সানা আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ রয়েছে এবং এ কারণে দৈনিক ২৫ জনের অধিক ইয়েমেনির মৃত্যু হচ্ছে।

সানা আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক “খালেদ আশ-শায়েফ” বলেন: সৌদি জোট কর্তৃক ইয়েমেনের আকাশ পথ অবরুদ্ধ রয়েছে এবং একারণে দৈনিক কমপক্ষে ২৫ জন রোগীর মৃত্যু হচ্ছে।

আল-মাসিরা নিউজ নেটওয়ার্কের সাথে এক সাক্ষাৎকারে “খালেদ আশ-শায়েফ” বলেন: প্রায় সাত মাস পূর্বে ইয়েমেনের ৩০ জন নাগরিককে উন্নত চিকিৎসার জন্য জর্ডানে পাঠানো হয়েছে। আকাশ পথ অবরোধের কারণে তারা এখনও দেশে প্রবেশ করতে পারেনি।

সানা আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক আক্রমণকারীদের সাথে মোকাবেলা এবং ইয়েমেনের আহত ও অসুস্থদের সহায়তা করার ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়কে তীব্র সমালোচনা করে বলেছিলেন যে, ওষুধ আমদানি বা বিদেশে রোগীদের পরিবহনে আন্তর্জাতিক সম্প্রদায়ের কোনও গুরুত্ব নেই।

খালেদ আশ-শায়েফ গুরুত্বরোপ করে বলেন: উন্নত চিকিৎসার জন্য প্রায় ৩০ হাজার নাগরিক বিদেশে যাওয়ার অপেক্ষায় রয়েছে।

ইয়েমেনের উপর সৌদি জোটের হামলা ছয় বছর ধরে চলছে, এই সময়ে হাজার হাজার নিরীহ ইয়েমেনি নিহত ও আহত হয়েছে। iqna

 

captcha