IQNA

কোয়ারেন্টাইনে সম্পূর্ণ কুরআন মুখস্থ করলেন ইরাকি কিশোর

20:41 - November 09, 2020
সংবাদ: 2611786
তেহরান (ইকনা): করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কোয়ারেন্টাইন চলাকালীন সময়ে ইরাকের এক যুবক সম্পূর্ণ কুরআন হেফজ করতে সক্ষম হয়েছেন।

ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযারের অনুমোদিত দারুর কুরআনের শিক্ষার্থী "মোহাম্মদ সাকির শেনাভেহ" করোনারি হার্ট ডিজিজের কারণে ৬ মাস কোয়ারেন্টাইনে থাকাকালীন সময়ে সম্পূর্ণ কুরআন হেফজ করতে সক্ষম হয়েছেন।

তিনি ২০০৪ সালে জন্মগ্রহণ করেছেন এবং ইরাকের উত্তরাঞ্চলীয় প্রদেশ বাসরার অধিবাসী। তিনি স্কাইপ প্রোগ্রামের মাধ্যমে তার কুরআনের শিক্ষক হামজা জসিম আল-বাতাতার সাথে অবিচ্ছিন্ন ভার্চুয়াল সংযোগের মাধ্যমে এই কৃতিত্ব অর্জন করেছেন।

ইরাকের বাসরা প্রদেশে কুরআনের হাফেজ প্রস্তুত করার জন্য উপযুক্ত পরিবেশ রয়েছে এবং এই প্রদেশে “হাজার হাফেজ” প্রকল্প চালু হয়েছে। এই জাতীয় প্রকল্প বাস্তবায়নের জন্য ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযারের কর্তৃপক্ষ সকল প্রকার সহযোগিতা প্রদান এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

কুফা মসজিদে অনুষ্ঠিত জাতীয় কুরআন প্রতিযোগিতায় শীর্ষ স্থানে উত্তীর্ণদের পুরষ্কার প্রদান

ইরাকের কুফা মসজিদে জাতীয় কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতার বিচারক কমিটি শীর্ষ স্থানে উত্তীর্ণদের নাম ঘোষণা করেছেন।

এই প্রতিযোগিতার ক্বিরায়াত বিভাগে প্রথম স্থানের অধিকারী হয়েছেন ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযারের ক্বারি আব্দুল্লাহ যোহাইর, দ্বিতীয় স্থানের অধিকারী হয়েছেন দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য জাবের ইন্সটিটিউটের ছাত্র হুসাইন হাদী ইসমাইল এবং তৃতীয় স্থানের অধিকারী হয়েছেন ইমামাইন আসকারিয়িন (আ.)এর পবিত্র মাযারের ক্বারি ইসহাক কাজেম আতিয়া।

এছাড়াও হেফজ বিভাগে যথাক্রমে হায়দার শারক্বী ছামির, আলী আব্বাস হুসাইন এবং মুর্তজা আলী নাজী প্রথম থেকে তৃতীয় স্থানের অধিকারী হয়েছেন।iqna

 

حفظ کل قرآن به صورت مجازی توسط نوجوان عراقی
 
حفظ کل قرآن به صورت مجازی توسط نوجوان عراقی
 
حفظ کل قرآن به صورت مجازی توسط نوجوان عراقی
 
حفظ کل قرآن به صورت مجازی توسط نوجوان عراقی
 
حفظ کل قرآن به صورت مجازی توسط نوجوان عراقی

 

captcha