IQNA

আইএসআইএলের হত্যাকাণ্ডের ভিডিও দেখা হারাম; আল-আজহার

23:43 - February 20, 2015
সংবাদ: 2874722
আন্তর্জাতিক বিভাগ: মিশরের আল-আজহার ইসলামিক সেন্টার এক বিবৃতিতে সন্ত্রাসীগোষ্ঠী আইএসআইএল কর্তৃক নৃশংস হত্যা, আগুনে পোড়ানো এবং শিরশ্ছেদের ভিডিও দেখা এবং প্রচার করা হারাম ঘোষণা করেছে।

বার্তা সংস্থা ইকনা: সন্ত্রাসীগোষ্ঠী আইএসআইএলের সদস্যরা সাধারণ মানুষদের অমানবিক পন্থায় হত্যা করে এবং এ সকল হত্যাকাণ্ডের ভিডিও ইন্টারনেটে প্রকাশ করছে। আর এর প্রতিবাদে মিশরের আল-আজহার ইসলামিক সেন্টার এ সকল ভিডিও দেখা হারাম ঘোষণা করেছে।
মিশরের আল-আজহার ইসলামিক সেন্টার এ বিবৃতি ১৬ই ফেব্রুয়ারি প্রকাশ হয়েছে এবং এ বিবৃতিতে উল্লেখ করেছে, এধরণের ভয়ানক ভিডিও প্রকাশ করা ঠিক নয়।
এছাড়াও এ সেন্টার বিভিন্ন মিডিয়ার নিকট আহ্বান জানিয়েছে, তারা যেন সন্ত্রাসীদের এসকল পাশবিক এবং ভয়ানক ভিডিও প্রচার না করে। কারণ এ সকল দৃশ্য মানুষের অনুভূতির ওপর আঘাত হানে এবং প্রভাব বিস্তার করে।
এ বিবৃতিতে আরও উল্লেখ হয়েছে, এ ধরণের ভয়ঙ্কর ফিল্ম  প্রচারের মাধ্যমে মুসলিম উম্মাহর ইচ্ছাকে ভঙ্গ করা হচ্ছে।
লিবিয়ায় উপকূলে গত রবিবার বিকালে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী আইএসআইএলের সদস্যরা ২১ জন মিশরীয় খৃষ্টান জিম্মিদের শিরশ্ছেদ করেছে।
এর পূর্বেও মিশরের আল আজহার, জর্ডানের পাইলটকে নৃশংস ভাবে পুড়িয়ে হত্যা, ক্রুশ বিদ্ধ করা এবং বন্দিদের হাত অথবা পা কাটার প্রতিবাদে ফতোয়া প্রদান করে।
এছাড়াও আইএসআইএল কর্তৃক মিশরের ২১ জনের শিরশ্ছেদ করার প্রতিবাদে ক্যাথলিক খ্রিস্টান নেতা পোপ ফ্রান্সিস তীব্র নিন্দা জানান।
পোপ ফ্রান্সিস এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন: “শুধুমাত্র খৃষ্টান হাওয়ার কারণে সন্ত্রাসীরা তাদেরকে (২১ জন মিশরীয় খৃষ্টান) হত্যা করেছে। তারা শুধু হযরত মাসীহ’র নিকট সাহায্য চেয়েছে।
তিনি বলেন: সন্ত্রাসীদের নিকট এটা গুরুত্বপূর্ণ ছিল না যে, তারা (২১ জন মিশরীয় খৃষ্টান) ক্যাথলিক, অর্থোডক্স, কপটিক, বা লুথেরান বরং সন্ত্রাসীদের নিকট এটা গুরুত্বপূর্ণ ছিল যে, তরা সকলেই খৃষ্টান।
2859577

captcha