IQNA

সর্বোচ্চ নেতা;

গাজার জনগণ এবং প্রতিরোধকে সমর্থন করা; কুরআনিক কার্যক্রমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ

21:37 - February 23, 2024
সংবাদ: 3475145
ইকনা: ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা ইসলামের বিশ্ব এবং বিশ্বের মুক্ত মানুষ গাজার জনগণের জন্য শোক প্রকাশ করার ওপর গুরুত্বারোপ করে বলেন: গাজার জনগণ তাদের দ্বারা নির্যাতিত হয়েছে যাদের মানবতাবোধ নেই এবং সেই অনুযায়ী মুসলিম বিশ্বের সবচেয়ে বড় কর্তব্য হচ্ছে গাজার নির্যাতিত জনগণকে সমর্থন করা এবং প্রতিরোধ শক্তির পাশে সাহসিকতার সাথে দাঁড়ানো এবং যারা গাজার জনগণকে সাহায্য করে তাদের সমর্থন করা।

গাজার জনগণ তাদের দ্বারা নিপীড়িত হচ্ছে যাদের মানবতাবোধ নেই। এবং সে অনুযায়ী তারা। সবচেয়ে বড় কর্তব্য হল গাজার নির্যাতিত জনগণকে সমর্থন করা এবং প্রতিরোধ বাহিনীর সাহসী অবস্থানকে সমর্থন করা।সমর্থন তাদের জন্য যারা গাজার মানুষকে সাহায্য করে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, বর্তমানে মুসলিম বিশ্বের বড় ইস্যু হচ্ছে গাজা ইস্যু। নিশ্চিতভাবেই মুসলিম বিশ্ব গাজার কারণে শোকাচ্ছন্ন।

তেহরানে ৪০তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা বৃহস্পতিবার সকালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাদের সমাবেশে তিনি এ কথা বলেন।  

তিনি প্রশ্ন করেন, বর্তমানে কি মুসলিম বিশ্বের নেতারা ও কর্মকর্তারা গাজার বিষয়ে কুরআনের শিক্ষা ও নির্দেশনাকে বাস্তবায়ন করছে। প্রতিরোধ সংগ্রামীরা গাজা তথা ফিলিস্তিনের অভ্যন্তরে কুরআনের শিক্ষাকে বাস্তবায়ন করছে। তারা গাজার অভ্যন্তরে শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। আল্লাহ তাদেরকে বিজয় দান করবেন।

বর্তমান যুগের মানুষ আল্লাহর রহমতে ইসরাইল নামক ক্যান্সার থেকে মুক্ত হতে পারবে এবং এই বিজয় দেখে যেতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন। 

captcha