IQNA

পবিত্র রমজান মাসে লিবিয়ায় কুরআন হেফজ প্রতিযোগিতা

15:57 - March 08, 2024
সংবাদ: 3475204
ইকনা: লিবিয়ার পবিত্র কোরআন মুখস্থ প্রতিযোগিতার প্রস্তুতি কমিটি সে দেশের সংস্কৃতি মন্ত্রণালয়ের কার্যালয়ে কমিটির সদস্যদের উপস্থিতিতে কুরআন প্রতিযোগিতাকে কেন্দ্র করে প্রথম বৈঠকে সর্বশেষ প্রয়োজনীয় ব্যবস্থা পর্যালোচনা করেছে। 

লিবিয়ার সংস্কৃতি মন্ত্রকের ওয়েবসাইট অনুসারে, এই বৈঠকে, অংশগ্রহণকারীদের নির্বাচন, প্রতিযোগিতায় অংশগ্রহণের শর্তাবলী, বয়সের গ্রুপ নির্ধারণ, বরাদ্দ সংক্রান্ত প্রাথমিক কমিটির সদস্যদের দ্বারা উপস্থাপিত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলি সহ  পুরস্কার এবং বিচারক কমিটি গঠনের বিষয়ে আলোচনা করা হয়েছে। 
প্রস্তুতি কমিটি ঘোষণা করেছে যে এই কুরআন প্রতিযোগিতা পবিত্র রমজান মাসের 20 থেকে 26 তারিখ পর্যন্ত সেদেশের রাজধানী ত্রিপোলির আল-কুবা আল-ফালাকিয়া হলে অনুষ্ঠিত হবে।
লিবিয়ার অধিবাসীদের পবিত্র কুরআন হেফজ করার প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। লিবিয়ান ইসলামিক দাওয়াত অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শরীফ বলেছেন: লিবিয়ার অন্তত এক পঞ্চমাংশ জনগণ পবিত্র কুরআন সম্পূর্ণরূপে হেফজ করেছে। এছাড়াও, লিবিয়ার অধিকাংশ জনগণ কুরআনের বেশ কয়েক পারা মুখস্থ করেছে।
তিনি যোগ করেনে: লিবিয়ান সরকার কুরআন হেফজ করার জন্য বিশেষ ভাবে গুরুত্বারোপ করেছে, এবং যারা কুরআন হেফজ করবে, তাদের বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রদান করা হবে এবং অন্তত এই ব্যক্তিকে একটি বিশ্ববিদ্যালয়ে পড়ার অনুমতি দেওয়া হবে। ইসলামী দাওয়াত সমিতির মহাসচিব জোর দিয়ে বলেছেন: এদেশে একজন কর্মী নিয়োগের অগ্রাধিকারের মধ্যে একটি হলো কুরআন হেফজ করা। 
উল্লেখ্য যে, প্রতি বছর রমজান মাসে অনুষ্ঠিত হওয়া দুবাই আন্তর্জাতিক কুরআন হেফজ প্রতিযোগিতায় এ পর্যন্ত ৮৬টি দেশের মধ্যে সাতবার লিবিয়ার প্রতিনিধি প্রথম স্থান অর্জন করেছেন। 

captcha