সফর মাসের শেষ দিনগুলো মিলে যায় রাসূল আকরাম (সা.)-এর ওফাত, ইমাম হাসান (আ.)-এর শাহাদাত এবং ইমাম রেজা (আ.)-এর শাহাদাতের সঙ্গে। এ প্রতিটি দিনই এ মহান ব্যক্তিত্বদের সঙ্গে তাওসসুল ও সংযুক্তির প্রয়োজনীয়তা বোধ করায়। একই সঙ্গে সফরের শেষ দিনগুলো জুমার সঙ্গে মিলিত হওয়ায় এ সময়টি ইমাম মাহদী (আ.জ.)-এর সঙ্গে আরও বেশি তাওসসুলের জন্য বিশেষ সুযোগ তৈরি করে।
20:24 , 2025 Aug 22