IQNA

ইউরোপে হামলা জোরদার করতে পারে দায়েশ: ইউরোপোল

6:03 - December 03, 2016
সংবাদ: 2602080
আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপোলের রিপোর্টে বলা হয়েছে, দায়েশ সন্ত্রাসী হামলা চালাতে মানুষকে অনুপ্রাণিত করার ক্ষেত্রে অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে।
মানব জমিনের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: ইউরোপে হামলার তৎপরতা জোরদার করতে পারে জঙ্গিগোষ্ঠী দায়েশ (আইএসআইএল)। মধ্যপ্রাচ্যে পরাজয়ের মুখে থাকা দায়েশের বিদেশী যোদ্ধারা ইউরোপের ফেরত যাওয়ার চেষ্টা করতে পারে। আর হামলা চালাতে সক্ষম কয়েক ডজন দায়েশ সদস্য ইতোমধ্যে ইউরোপে ফিরে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইউরোপীয় পুলিশ বাহিনী ইউরোপোল এমন সতর্কবার্তা দিয়েছে। এ খবর দিয়েছে বিবিসি। এক রিপোর্টে ইউরোপোল আরও বলেছে, তাদের হামলা কৌশলের মধ্যে থাকতে পারে গাড়ি বোমা হামলা ও অপহরণ। তবে রিপোর্টে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাবনা খাটো করে দেখা হয়েছে। বলা হয়েছে, দায়েশ জঙ্গিরা এখন সহজ টার্গেট পছন্দ করে। স্বপ্রণোদিত হয়ে হামলা চালানোর ওপর এখন জোর দিচ্ছে তারা। উদাহরণস্বরূপ জুলাই মাসে নিস শহরে লরি হামলার কথা বলা হয়। ইউরোপে থাকা কিছু সিরীয় শরণার্থী জঙ্গিদের দ্বারা রিক্রুট হওয়ার ঝুকিতে রয়েছে বলে রিপোর্টে সতর্ক করা হয়। এসব জঙ্গিরা শরণার্থী ক্যম্পগুলোতে অনুপ্রবেশ করেছে। উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি ভয়াবহ জঙ্গি হামলার শিকার হয়েছে ইউরোপ। এগুলোর মধ্যে রয়েছেÑ ২০১৫’র জানুয়ারিতে রম্য ম্যাগাজিন শার্লি হেবদোর প্যারিস অফিসে হামলা, একই বছর নভেম্বরে প্যারিসের ব্যাটাক্লা কনসার্ট হল, বার ও রেস্তোয়ায় হামলা (নিহত ১৩০), ২০১৬’র মার্চে ব্রাসেলস বিমানবন্দর ও মেট্রোতে আন্তঘাতী বোমা হামলা (নিহত ৩২) এবং জুলাই মাসে ফ্রান্সের নিস শহরে বাস্তিল দিবস উদযাপন অনুষ্ঠানে লরি হামলা (নিহত ৮০ জনের বেশি)। এছাড়া, জুলাই মাসে দক্ষিণ জার্মানির বিভিন্ন স্থানে ১৮-২৪ তারিখ চালানো সহিংস হামলায় ১০ জন নিহত হয়। ২৬শে জুলাই ফরাসী একটি গীর্জায় ছুরিকাঘাতে হত্যা করা হয় যাজক জ্যাকু্েযয়স হ্যামেলকে।
ইউরোপোলের রিপোর্টে বলা হয়েছে, কথিত দায়েশ সন্ত্রাসী হামলা চালাতে মানুষকে অনুপ্রাণিত করার ক্ষেত্রে অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে। এর পাশাপাশি তারা নিজেরা হামলার ছক কষছে। ইউরোপোলের পরিচালক রব ওয়েইনরাইট বিবিসিকে বলেন, ‘ইউরোপীয় গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে জোরদার হওয়া পারস্পরিক সহযোগিতার ফলে বড় আকারে হামলার আশঙ্কা কমিয়ে আনা সম্ভব হয়েছে। ইউরোপোলের রিপোর্টের গুরুত্বপূর্ণ অন্যান্য বিষয়গুলোর মধ্যে রয়েছে: আইএস বিরোধী মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর যে কোন ইইউভুক্ত রাষ্ট্র হামলার টার্গেট হতে পারে, পূর্ববর্তী হামলাগুলোর ধাচে হামলা চালানো হতে পারে, লিবিয়া থেকে হামলা পরিকল্পনা করা শুরু করতে পারে আইএস, সন্ত্রাসী ও অপরাধীদের মধ্যে যোগসূত্র বৃদ্ধি পেতে পারে, এবং আইএস, আলকায়েদা সংশ্লিষ্ট অন্যান্য গ্রুপগুলোও মারাত্মক হুমকি হিসেবে আবির্ভূত হতে পারে।#

captcha