IQNA

রাশিয়ার আস্ত্রাখান শহরের হামলাকারীরা ছিল ওয়াহাবি

4:32 - April 08, 2017
সংবাদ: 2602875
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার আস্ত্রাখান প্রদেশের ন্যাশনাল গার্ডের একটি কার্যালয়ে হামলার ঘটনায় নিহত ৪ সশস্ত্র ব্যক্তি ছিল ওয়াহাবি।

রুসিয়া আল-ইয়াওমে’র উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের আস্ত্রাখান প্রদেশে ৬ এপ্রিল জাতীয় নিরাপত্তা বাহিনীর একটি কার্যালয়ে হামলাকারী দলের ৪ ওয়াহাবি সদস্য নিহত এবং অপর দুই জন আহত হয়েছে।

ঐ কার্যালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাদের গুলিতে আগ্রাসী দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হয় এবং সন্ত্রাসীদেরকে ঘেরাওয়ের পর আত্মসমার্পন না করায় আরও দুই ব্যক্তি নিহত হয়। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। এছাড়া নিরাপত্তার দায়িত্বে থাকা এক সেনাও এতে গুরুতর আহত হয়েছে।

রাশিয়ার ন্যাশনাল গার্ডের পক্ষ থেকে আরও বলা হয়েছে, এর আগের দিন (৫ এপ্রিল) ২ জন সরকারি সেনা হত্যার ঘটনায় নিহত সন্ত্রাসীরা জড়িত ছিল।

এর ১১ দিন আগে চেচনিয়ায় অবস্থিত রাশিয়ার ন্যাশনাল গার্ডের একটি কার্যালয়ে হামলার ঘটনায় ৬ সন্ত্রাসী এবং ৬ সৈন্য নিহত হয়।

প্রসঙ্গত, রাশিয়ার এ অঞ্চলে তৎপর অধিকাংশ সশস্ত্র ব্যক্তিরা ওয়াহাবি এবং দায়েশের সাথে সম্পৃক্ত।#3587429


captcha