IQNA

সৌদির কাছে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান জার্মানির চার্চের

23:50 - December 19, 2017
সংবাদ: 2604600
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের কাছে অস্ত্র রপ্তানি বন্ধের আহ্বান জানিয়েছে জার্মানির চার্চগুলো। দেশটির প্রটেস্ট্যান্ট এবং ক্যাথলিকদের চার্চগুলো যৌথ এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানানো হয়। খবর মিডল ইস্ট মনিটরের।

সৌদির কাছে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান জার্মানির চার্চের

 
বার্তা সংস্থা ইকনা: ওই সংবাদ সম্মেলনে তারা বলেন, ইয়েমেন সঙ্কটে সৌদি আরবের সেনাবাহিনীর সংশ্লিষ্টতার মধ্যে তাদেরকে অস্ত্র সরবরাহ বন্ধ করা উচিত।

২০১৩ সালে জার্মান সরকার সৌদি আরবের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে। ওই চুক্তি অনুযায়ী সৌদির কাছে একশ’ কোটি ডলারের অস্ত্র বিক্রির করা রয়েছে জার্মানির। যেখানে বলা হয়, ২০১৪ সালের জানুয়ারি থেকে এপ্রিল ২০১৭ এর মধ্যে এই অস্ত্র সরবরাহ করবে জার্মানি। এছাড়া যুদ্ধবিমানসহ আরো বেশ কিছু অস্ত্র রপ্তানিরও চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তখন।

গেলো সেপ্টেম্বরে ইউরোপের পার্লামেন্ট সৌদির বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে জানায়। ইয়েমেনে সৌদি আরব মানবাধিকার লঙ্ঘন করছে এমন অভিযোগের ভিত্তিতে এ ধরনের পদক্ষেপের কথা জানায় তারা। ইতোমধ্যে হিউম্যান রাইটস ওয়াচ এবং ৫৬টি বেসরকারি সংস্থা ইয়েমেনে মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে আন্তর্জাতিকভাবে তদন্ত আহ্বান জানিয়েছে।

২০১৫ সালের মার্চ থেকে সশস্ত্র হুথি বিদ্রোহীদের ওপর হামলা চালিয়ে আসছে সৌদি জোট। সৌদি জোটের দাবি, তারা বেসামরিক কাউকে টার্গেট করেনি।

যদিও মানবাধিকার সংগঠনগুলো বলছে, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বাজার এবং আবাসিক এলাকায় হামলা চালাচ্ছে সৌদি জোট। আরটিভি

captcha