IQNA

জার্মানে "মুহাম্মাদ" নামটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে

0:58 - January 27, 2018
সংবাদ: 2604899
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানিতে ছেলে শিশুদের ‘মুহাম্মদ’ নামটি খুব দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। জার্মান ভাষাবিদ বিশেষজ্ঞরা ঘোষণা করেছে, আগামী দশ বছরের মধ্যে "মুহাম্মাদ" নামটি টপ টেনের মধ্যে অবস্থান করবে।

জার্মানে
বার্তা সংস্থা ইকনা: জার্মান ভাষা এসোসিয়েশন "মুহাম্মাদ" নামের ব্যাপারে বলেছে: জার্মানে ২০১৫ সালে মুসলিম শরণার্থীদের প্রবেশের পর এই নামটি অতি পছন্দনীয় হয়ে উঠেছে এবং প্রতি নিয়ত এই নামের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে।
২০১৫ সালে "মুহাম্মাদ" নামটি ৪১তম স্থান এবং ২০১৬ সালে ২৬তম স্থানে ছিল। আশাকরা যাচ্ছে আগামী বছরে এই নামের জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাবে।
"মুহাম্মাদ" " محمد" নামটি বানানের ক্ষেত্রে Muhammad، Mohammed، Mohammad এবং Muhammed লেখা হয়ে থাকে। তবে এই নাম রাখার মূল উদ্দেশ্য হচ্ছে ইসলাম ধর্মের প্রিয় নবী "হযরত মুহাম্মাদ (সা.)"এর পবিত্র নামে নামকরণ করা।
এছাড়াও অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় নবজাত শিশুদের নামকরণের ক্ষেত্রে তৃতীয় স্থানে অবস্থান করছে এই জনপ্রিয় নামটি।
উল্লেখ্য, ২০১৭ সালে ইংল্যান্ডে জনপ্রিয়তার দিক থেকে "মুহাম্মাদ" নামটি দ্বিতীয় স্থান দখল করেছে। ২০১৭ সালে ইংল্যান্ডে অধিকাংশ নবজাত শিশুদের "মুহাম্মাদ" নাম রাখা হয়েছে।
ইংল্যান্ডের জাতীয় পরিসংখ্যান ব্যুরো গবেষণা অনুযায়ী, মুহাম্মাদ নামটি উইলিয়াম, জেমস, ড্যানিয়েল নাম সহ ইংরেজি এবং ওয়েলসের অন্যান্য সাধারণ নামের শীর্ষে অবস্থান করছে।
iqna

captcha