IQNA

অস্ট্রিয়ায় কুরআনিক কর্মীদের সম্মাননা প্রদর্শন

15:14 - June 02, 2018
সংবাদ: 2605896
আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় কুরআনিক কর্মী ও ফার্সি শিক্ষার্থীদের সম্মাননা প্রদর্শন করা হয়েছে।


বার্তা সংস্থা ইকনা: ভিয়েনায় ফার্সি কোর্সে উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা প্রদানের পাশাপাশি কুরআনিক কর্মীদের ও এই সম্মাননা প্রদর্শন করা হয়।
ভিয়েনায় ফারবি শিক্ষা কমপ্লেক্স এই ফার্সি কোর্স অনুষ্ঠিত হয়েছে। উক্ত কমপ্লেক্সের প্রধান জনাব রাহমানী অস্ট্রিয়ায় উক্ত কমপ্লেক্সের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন এবং এই অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হওয়ার জন্য সহায়তা করার জন্য সেদেশে অবস্থিত ইরানী কালচারাল সেন্টারকে ধন্যবাদ জানায়।
অতঃপর ফার্সি কোর্সের শিক্ষার্থীগণ কুরআন তিলাওয়াত, দোয়া, ফার্সি গজল, কবিতা এবং ইসলামী সঙ্গীত পরিবেশনা করেন।
ফার্সি কোর্সে সর্বোচ্চ নম্বর সংগ্রহীতদের মাঝে মূল্যবান পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও সকলের জন্য সান্ত্বনামূলক পুরস্কার এবং সার্টিফিকেট বিতরণ করা হয়।
উল্লেখ্য, ফারবি শিক্ষা কমপ্লেক্সে প্রতি সপ্তাহের শেষের দিনগুলোতে শিশু ও যুবকদের জন্য ক্লাস গ্রহণ করা হয়। এই ক্লাসে ফার্সি ভাষায় সহকারে কুরআন শিক্ষা, ইসলামী আহকাম এবং ধর্মীয় সঙ্গীত সহকারে অন্যান্য ক্লাস নেওয়া হয়।
iqna

 

captcha