IQNA

হাশদ আশ-শাবির অবস্থানগুলোর ওপর গোয়েন্দা তৎপরতা চালাল মার্কিন বিমান

20:02 - April 12, 2020
সংবাদ: 2610584
তেহরান (ইকনা)- ইরাকের নিরাপত্তা সূত্র জানিয়েছে, মার্কিন গোয়েন্দা বিমানগুলো ইরাকের বিভিন্ন এলাকার হাশদ আশ-শাবি বা পিএমইউ’র অবস্থানের ওপর দিয়ে ঘোরাঘুরি করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি আরবি সংবাদ সংস্থা আল-মাওলোমাহ্‌কে এ কথা জানিয়েছে। মার্কিন গোয়েন্দা বিমান জুর্ফ আল-নসর শহরের কাছাকাছি আকাশ দিয়ে কয়েক দফা উড়েছে। ছোট এ শহরটি রাজধানী বাগদাদ থেকে প্রায় ৬০০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থিত।

একই সূত্র জানায়, রাজ্জাজা এলাকার পিএমইউর অবস্থানগুলোর ওপর দিয়েও মার্কিন গোয়েন্দা বিমানকে উড়তে দেখা গেছে। ইরাকের পবিত্র নগরী কারবালা থেকে কয়েক মাইল পশ্চিমে অবস্থিত অঞ্চলটি। এ ছাড়া, ইরাকের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আনবারেও পিএমইউর অবস্থানগুলোর ওপর ঘোরাঘুরি করে গুপ্তচরবৃত্তি চালিয়েছে মার্কিন গোয়েন্দা বিমান।

নিউইয়র্ক টাইমসের ২৭ মার্চের সংস্করণে প্রকাশিত খবরে পেন্টাগনের একটি গোপন নির্দেশের কথা ফাঁস করে দেয়া হয়েছে। এতে কারবালা হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযানের লক্ষ্যে প্রস্তুত হওয়ার জন্য মার্কিন সামরিক কমান্ডারদের আদেশ দেয়া হয়। পিএমইউ’র অন্তর্ভুক্ত অন্যতম সংগঠন হলো কারবালা হিজবুল্লাহ।

অবশ্য, এ ধরনের অভিযান রক্তক্ষয়ী হয়ে উঠতে পারে বলে ইরাকে মোতায়েন মার্কিন শীর্ষ কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রবার্ট পি. পরে পেন্টাগনকে স্পষ্ট ভাষায় সতর্ক করে দেন।
সূত্র:parstoday

captcha