IQNA

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় ও কিং সালমান বিমান ঘাঁটিতে ইয়েমেনের হামলা

20:11 - June 23, 2020
সংবাদ: 2611010
তেহরান (ইকনা): সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়, গোয়েন্দা সংস্থার সদর দপ্তর ও কিং সালমান বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসানরুল্লাহ আন্দোলন সমর্থিত সেনাবাহিনী। দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর সৌদি নেতৃত্বাধীন আরব জোট যে বর্বর ও রক্তক্ষয়ী আগ্রাসন চালিয়ে আসছে তার জবাবে এই হামলা চালালো ইয়েমেনের সেনাবাহিনী।

আজ (মঙ্গলবার) ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি জানান, সৌদি আরবের গভীরে হামলার জন্য তারা ব্যালিস্টিক ও পাখাযুক্ত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করেছেন। জেনারেল সারিয়ি জানান, রাজধানী রিয়াদের আরো কিছু সামরিক ঘাঁটি ও দক্ষিণাঞ্চলীয় নাজরান এবং জিজান প্রদেশের অনেকগুলো অবস্থানে হামলা চালানো হয়েছে। পার্সটুডে

জেনারেল সারিয়ি জোর দিয়ে বলেন, ইয়েমেনের ওপর সৌদি আরব যে বর্বর আগ্রাসন চালাচ্ছে এবং অন্যায় অবরোধ দিয়ে রেখেছে তার জবাবে আজকের হামলা চালানো হয়। সৌদি আরবের আগ্রাসন বন্ধ এবং অবরোধ অবসান না হওয়া পর্যন্ত এমন হামলা আরো হবে বলে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।  iqna

 

captcha