IQNA

শাহাত আনোয়ারের সুললিত কণ্ঠে সূরা আল-ফুরকান তিলাওয়াত + ভিডিও

তেহরান (ইকনা): মিশরের প্রসিদ্ধ ক্বারি মরহুম শাহাত মুহাম্মাদ আনোয়ার সেদেশর জাতীয় টেলিভিশন চ্যানেলে সূরা আল-ফুরকান তিলাওয়াত করেছিলেন। সম্প্রতি তার এই তিলাওয়াতের ভিডিও সামাজিক মিডিয়ায় প্রকাশিত হয়েছে।

শাহাত আনোয়ার এই ভিডিওতে সূরা ফুরকানের ৩০ থেকে ৩৩ নম্বর আয়াত তিলাওয়াত করেছেন। তার অন্যান্য তিলাওয়াতের মতো এই তিলাওতটি অত্যন্ত শ্রুতিমধুর হয়েছে।

শাহাত মোহাম্মদ আনোয়ার ১৯৫০ সালের পয়লা জুলাই মিশরের ডাকালিয়া প্রদেশের কাফর আল-ওয়াজির গ্রামে জন্মগ্রহণ করেন। তার জন্মের তিন মাসের মাথায় তিনি তার বাবাকে হারান। আট বছর বয়সে তিনি সম্পূর্ণ কুরআন মুখস্থ করেন।

ক্বারি শাহাত আনোয়ার প্রায়শই মিশরের এনডাউমেন্টসের পক্ষ থেকে কুরআন তিলাওয়াতের জন্য লন্ডন, লস এঞ্জেলস, আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স, ব্রাজিল, পারস্য উপসাগরীয় দেশসমূহ, নাইজেরিয়া, ক্যামেরুন এবং এশিয়ার বিভিন্ন দেশে বিশেষ করে ইরান ভ্রমণ করেছেন। তার কথা অনুযায়ী এসকল ভ্রমণ একমাত্র আল্লাহর সন্তুষ্টি এবং মুসলমানদের মঙ্গল ব্যতীত অন্য কোন উদ্দেশ্য ছিল না।

শাইখ শাহাত মুহাম্মাদ আনোয়ার ৫৮ বছর বয়সে ২০০৮ সালের ১৩ই জানুয়ারিতে বার্ধক্য জনিত ব্যধীতে ইন্তেকাল করেন।  iqna

captcha