IQNA

আল-আজহারের শেইখ: কুরআনের নৈতিকতা আইন প্রণয়নের মতো নয়

18:54 - April 17, 2022
সংবাদ: 3471724
তেহরান (ইকনা): আল-আজহারের শেইখ টেলিভিশনের এক অনুষ্ঠানে আইন প্রণয়নের প্রয়োজনের কথা উল্লেখ করে বলেছেন: পবিত্র কুরআনে যে মহৎ নৈতিকতাকে গুরুত্ব দেওয়া হয়েছে তা পালন করতে মানুষকে বাধ্য করা উচিত।

মিশরের “আল-হায়াত” চ্যানেলর “আল-ইমাম আত-তাইয়্যেব” অনুষ্ঠানে আল-আজহারের শেইখ “আহমাদ আত-তাইয়্যেব বলেন: পবিত্র কুরআন ঐশী আদেশ ও নিষেধ বহন করে। আমাদের এমন একটি আইনের দরকার যা মানুষকে কুরআনে উল্লিখিত মহৎ নৈতিকতা পালন করতে বাধ্য করে।

তিনি বলেন: দুর্ভাগ্যবশত, এখনও অনেক মিথ্যা খবর প্রকাশিত হয়…। অনেকে ভালো কাজকে লুকাতে চায় এবং যদি কারো কোন খারাপ জিনিস দেশে তাহলে তা প্রকাশ করে।

আল-আজহারের শেইখ আরও বলেন: এখন অনেক মানুষ রয়েছে যারা নিজেদের সম্পর্কে মিথ্যা খবর শুনছে এবং তা নিজের সন্তান ও স্ত্রীর নিকটে সত্য বলে প্রমাণিত করতে পারছে না। অথচ আল্লাহ তায়ালা মানুষের ত্রুটিগুলো লুকানোর কথা বলেছেন। সুতরাং যদি কোন মুসলমান অপর মুসলমানের কোন ত্রুটি দেখে থাকে তাহলে তা লুকিয়ে রাখা উচিত।

তিনি বলেন: মহানবী (সা.) মানুষকে দোষারোপ করতে নিষেধ করেছেন এবং তিনি একটি হাদীসে বলেছেন: মুসলমানদের দোষ তালাশ করো না, যে তার ভাইয়ের দোষ খুঁজবে, আল্লাহ তার দোষ অনুসরণ করবেন এবং আল্লাহ যাকে দোষারোপ করবেন, সে যদি তার ঘরের ভিতরেও থাকে তারপরও তিনি তাকে অপদস্থ করবেন।

আল-আজহারের শেইখ “আহমাদ আত-তাইয়্যেব বলেন: যে ব্যক্তি তার ভাইয়ের দোষ ও ত্রুটি খুঁজবে, আল্লাহ অবশ্যই তাকে অপমানিত করবেন, এবং যে এমন করে তাকে অবশ্যই অনুতপ্ত হতে হবে এবং তার সাথে যে অন্যায় করেছে তার কাছে ক্ষমা চাইতে হবে। iqna

captcha