IQNA

প্রকৃত মু’মিনদের বৈশিষ্ট্য হচ্ছে রাগ নিয়ন্ত্রণ করা

0:02 - October 29, 2022
সংবাদ: 3472728
তেহরান (ইকনা): মানুষের একটি বৈশিষ্ট্য রাগ করা। কিছু মানুষের মধ্যে এই বৈশিষ্ট্যটি এতো বেশি দেখা যায় যে তারা এটি নিয়ন্ত্রণ করতে পারে না। আর এই বিষয়টি (রাগ নিয়ন্ত্রণ না করতে পারা) অনেকের জন্য অনেক বড় সমস্যা সৃষ্টি করে, যেমন সংবেদনশীল সময়ে ভুল এবং আবেগপূর্ণ সিদ্ধান্ত নেওয়া বা তার স্নায়বিক আচরণের কারণে বন্ধু হারানো…।
মানুষের মধ্যে স্থাপিত সমস্ত অনুভূতি বৃথা নয়; উদাহরণস্বরূপ, রাগ এবং ভালবাসা, উভয়ই প্রয়োজনীয় এবং এর কার্যকারিতা রয়েছে। সূরা ফাতাহের ২৯ নম্বর আয়াতে আল্লাহর রাসূল (সা.) ও তাঁর বিশেষ সাহাবীদের বর্ণনায় মহান আল্লাহ বলেন: أَشِدّاءُ عَلَى الكُفّارِ رُحَماءُ بَينَهُم “তারা কাফেরদের প্রতি অত্যন্ত কঠোর এবং নিজেদের মধ্যে অত্যন্ত সহানুভূতিশীল ও সদয়”। তাই রাগ ও ভালোবাসা দুটোই নিজের জায়গায় ব্যবহার করা উচিত।
আমরা যদি রাসূল (সা.) এর জীবনী অধ্যয়ন করি তাহলে দেখতে পাব যে, তাঁর জীবন রহমত ও ভালোবাসায় পরিপূর্ণ ছিল; কিন্তু যেসকল স্থানে রাগ করার প্রয়োজন ছিল সেখানে তিনি রাগ করেছেন। তিনি সর্বদা উপযুক্ত স্থানে এবং মহান আল্লাহর সন্তুষ্টির জন্য রাগ করতেন।
কামুক রাগকে সংযত করতে হবে; মুত্তাকীদের একটি বৈশিষ্ট্য হল তারা তাদের রাগকে নিয়ন্ত্রণ করে এবং তা নিরর্থকভাবে নষ্ট করে না। তাদের রাগ সর্বদা উপযুক্ত স্থানে প্রয়োগ করেন। এরমধ্য একটি হলো যখনই তারা কারো প্রতি জুলুম ও অত্যাচার করতে দেখনে সেখানে তারা প্রতিবাদ করেন এবং জালেমদের প্রতি রাগান্বিত হন। আর এই রাগ হলো পবিত্র রাগ।
মুমিনদের প্রতি মহান আল্লাহ্‌র একটি গুরুত্বপূর্ণ উপদেশ হল "কাযমে গাইজ"; এর মানে হল যে একজন ব্যক্তি রাগের সবচেয়ে তীব্র অবস্থায় আছে, কিন্তু তিনি তার রাগ পরিচালনা করেন। এ ব্যাপারে পবিত্র কুরআনে মহান আল্লাহ এরশাদ করেছন: : «وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِن رَبِّكُمْ وَجَنَّةٍ عَرضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ أُعِدَّت لِلْمُتَّقِينَ» “এবং তোমাদের প্রতিপালকের মার্জনা ও বেহেশতের দিকে দ্রুত ধাবিত হও, যার বিস্তৃতি আকাশমণ্ডলী ও পৃথিবীর সমান যা সাবধানীদের (আত্মসংযমীদের) জন্য প্রস্তুত রাখা হয়েছে।“ (সূরা আলে ইমরান, আয়াত: ১৩৩)এই আয়াতের পর বলা হয়েছে: «الَّذِينَ يُنْفِقُونَ فِي السَّرَّاءِ وَالضَّرَّاءِ وَالْكَاظِمِينَ الْغَيْظَ وَالْعَافِينَ عَنِ النَّاس» “যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় (আল্লাহর পথে) ব্যয় করে, ক্রোধ সংবরণ করে এবং মানুষের প্রতি ক্ষমাশীল; এবং পূণ্যকর্মশীলদের আল্লাহ ভালবাসেন। (সূরা আলে ইমরান, আয়া: ১৩৪)।
 
captcha