IQNA

ইরানের সর্বোচ্চ নেতা বলছেন ইসরাইল দ্রুত নিজের পতন চাইছে

ইসরাইল কি আরও ২০/২৫ বছর টিকবে?

15:23 - April 10, 2024
সংবাদ: 3475320
ইকনা: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী সম্প্রতি বলেছেন, '(দখলদার ইসরাইলের) কর্মকর্তারা বারবার এই বলে সতর্ক করছে যে, তাদের পতন কাছাকাছি। তাদের প্রেসিডেন্ট, সাবেক প্রধানমন্ত্রী, নিরাপত্তা প্রধান ও প্রতিরক্ষামন্ত্রী সবাই একই কথা বলছে।'

সর্বোচ্চ নেতা আরও বলেন, 'আমরা বলেছি তোমরা আর ২০/২৫ টিকতে পারবে না। কিন্তু তারা তাড়াহুড়ো করছে, তারা দ্রুত পতন চায়!'

দখলদার ইসরাইলের সঙ্গে ইরানের উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এই বক্তব্যটি আবারও সামনে এসেছে।

২০/২৫ বছর টিকলেও ইসরাইলের বয়স প্রায় ১০০ বছর হয়ে যাবে। কিন্তু সর্বোচ্চ নেতার মতে, ইহুদিবাদী ইসরাইল তাদের বয়স ৮০ বছর হওয়ার আগেই শেষ হয়ে যেতে চায়।

৮০ বছর পূর্ণ হতে বর্ণবাদী ইসরাইলের আর ৪/৫ বছর বাকি রয়েছে। ১৯১৭ সালে ব্রিটিশ উপনিবেশবাদী শাসকের পরিকল্পনায়  বিভিন্ন দেশ থেকে ফিলিস্তিনি ভূমিতে ইহুদিদের অভিবাসনের মাধ্যমে আজকের ইসরাইল নামক অবৈধ রাষ্ট্রটি তৈরি করা হয় এবং ১৯৪৮ সালে আনুষ্ঠানিকভাবে এর অস্তিত্ব ঘোষণা করা হয়। এরপর থেকে গোটা ফিলিস্তিনি ভূখণ্ড দখল করার জন্য তাদের বিরুদ্ধে বহু গণহত্যা এবং জাতিগত নিধন অভিযান চালিয়েছে ইসরাইল।

captcha