IQNA

নরেন্দ্র মোদির ইসলামবিদ্বেষী বক্তব্যে ভারতীয় মুসলমানদের ক্ষোভ

21:03 - April 23, 2024
সংবাদ: 3475360
ইকনা: ভারতের রাজস্থানে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক নির্বাচনী বক্তৃতায় ‘ইসলামোফোবিক’ বা তীব্র মুসলিমবিদ্বেষী মন্তব্য করেছেন বলে সে দেশের বিরোধী দলগুলো অভিযোগ তুলেছে। 

ওই ভাষণে মোদি দাবি করেছিলেন, বিরোধীরা ভোটে জিতে দেশের ক্ষমতায় এলে সাধারণ মানুষের সম্পদ ‘অনুপ্রবেশকারী’দের মধ্যে বিলি করে দেবে।

রাজস্থানে একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে নরেন্দ্র মোদি আরো বলেন, ‘যাদের বেশি বেশি ছেলেমেয়ে আছে’ বিরোধী কংগ্রেস তাদের মধ্যেই দেশের ধনসম্পদ ভাগ-বাটোয়ারা করে দিতে চায়। এই মন্তব্যের মধ্য দিয়ে তিনি ভারতের মুসলিম সম্প্রদায়ের প্রতিই ইঙ্গিত করেছেন বলে ধারণা করা হচ্ছে।


প্রসঙ্গত, ভারতের সুদীর্ঘ নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ার মাত্র দুই দিনের মধ্যেই প্রধানমন্ত্রী এই মন্তব্য করেছিলেন। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস প্রায় সঙ্গে সঙ্গেই তাঁর এই বক্তব্যকে নস্যাৎ করে দিয়েছে।

নরেন্দ্র মোদির দল তথা ভারতে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে অতীতেও বহুবার দেশটির ধর্মীয় সংখ্যালঘু, বিশেষ করে মুসলিমদের আক্রমণের নিশানা করার অভিযোগ উঠেছে। দেশটির মানবাধিকার গোষ্ঠীগুলো বহুবার বলেছে, নরেন্দ্র মোদির শাসনামলে ভারতের মুসলিমরা বৈষম্য ও নির্যাতনের শিকার হচ্ছেন এবং তারা কার্যত দেশের ভেতরেই ‘দ্বিতীয় শ্রেণির নাগরিকে’র মতো জীবনযাপনে বাধ্য হচ্ছেন।


বিজেপি অবশ্য এ ধরনের অভিযোগ আগাগোড়াই অস্বীকার করে এসেছে। ইতিমধ্যে ভারতের সংসদীয় নির্বাচনে ভোটগ্রহণের প্রক্রিয়া গত ১৯ এপ্রিল থেকে শুরু হয়েছে, যা সাতটি ধাপে ১ জুন পর্যন্ত চলবে। তারপর ৪ জুন সারা দেশের ভোটগণনা একই সঙ্গে হবে।

captcha